[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

জুভেন্টাস থেকে ১১৩ কোটি টাকা বকেয়া বেতন পাচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৪, ১৭:০৩

ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ২০২১ সালে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। তার আগে অবশ্য জুভেন্টাসের কাছে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন তিনি। কিন্তু ইতালিয়ান ক্লাবটি সেটা দিতে অস্বীকৃতি জানায়।

এতে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রোনালদোর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অব আরবিট্রেশন জুভেন্টাসকে ৯৭ লাখ ইউরো দেয়ার নির্দেশ দেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি ২৮ লাখ টাকা। ৯৭ লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্টাসকে। যদিও ওই প্রাপ্য অর্থ থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে তা নির্ধারণ করেছে।

রোনালদো জুভেন্টাসের কাছ থেকে যা পাচ্ছেন, সেটি তার দাবি করা অর্থের অর্ধেক। জুভেন্টাসের কাছে ১ কোটি ৯৫ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। অবশ্য রোনালদোর মোট সম্পদের তুলনায় এই অর্থ খুবই সামান্য। তবে অর্থের চেয়েও বড় বিষয় রোনালদোর জয়। এটা কিছুটা হলেও মানসিক শান্তি দেবে তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর