[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

এবি

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৪, ১৬:৪৩

ছবি : সংগৃহীত

সমালোচনা আর বিতর্ক পাশ কাটিয়ে আশার ফানুস উড়িয়ে আজ (শুক্রবার) পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

 

বিপিএলের প্রথম ম্যাচেই উত্তাপ ছড়াচ্ছে আসরের সফল দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। নামে ও ভারে ঢাকার চেয়ে বেশ এগিয়ে কুমিল্লা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে এবারো শিরোপা ধরে রাখার মিশন ভিক্টোরিয়ান্সের। বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্বেও এসেছে পরিববর্তন। আগের আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরুল কায়েস। এবার লিটন দাসের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিটন। ভালো কিছু দিতে চান কুমিল্লাকে। লিটন গণমাধ্যমকে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবগুলো দলই মোটামুটি ভালো। দেখেন টি-টোয়েন্টি ফরম্যাটটা এমন ব্যাটে-বলে যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। সুতরাং আমাদের ওই শতভাগ ক্রিকেটটা খেলতে হবে। আমি মনে করি আমাদের দলটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে তারা ক্যাপাবল ম্যাচ জেতানোর মতো। এখন দেখা যাক কি হয়।’

 

এদিকে, ২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটর্স হিসেবে যাত্রা শুরুর পর ষষ্ঠবারের মতো নাম পরিবর্তন হয়েছে ঢাকার। নতুন মালিকানায় এবার তাদের নাম দুর্দান্ত ঢাকা । নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে বিপিএল মিশন শুরু করেছে তারা। জাতীয় দলের পেস অ্যাটাকের মূল ভরসা তাসকিন-শলিফুল প্রধান অস্ত্র ঢাকা অধিনায়কের। এ দুই ক্রিকেটার জ্বলে উঠলে আসরে ভালো করাটা কঠিন হবে না বলেই মনে করেন মোসাদ্দেক। আস্থার প্রতিদান দিতে চান তাসকিনও।

 

মোসাদ্দেক বলেন, ‘তাসকিন গত দুই আড়াই বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সে উদাহরণ তৈরি করেছে, চাইলেই সব সম্ভব। আমরা আশাবাদী, তাসকিন একাই ম্যাচ জেতানোর সক্ষমতা রাখে।’

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :
লিটন দাস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, মুশফিক হাসান, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রোসটন চেজ।

 

দুর্দান্ত ঢাকা একাদশ :
তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, লাসিথ ক্রসপুল্লে ও দানুস্কা গুনাতিলাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর