[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বিপিএল শুরু হচ্ছে আজ

এবি

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৪, ১৩:৫৫

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পর্দা উঠছে আজ শুক্রবার। এবারের বিপিএলে আয়োজন করা হয়নি উদ্বোধনী অনুষ্ঠানের। বেলুন উড়িয়ে কিংবা উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

 

দুপুর আড়াইটার দূরন্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭ টায় একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাদিরা সামারাবিক্রমার মতো পরিচিত মুখ।

 

প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এবার ইমরুল কায়েসের বদলে লিটন দাস। কুমিল্লা বরাবরের মতো তারকাসর্বস্ব দল গড়েছে। আছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলি, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, রশিদ খানের মতো বড় তারকারা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে এবারও শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কুর্তিস ক্যাম্ফারের মতো তারকা ক্রিকেটার।

 

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাদুকরী এই অধিনায়কের অধীনে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলিরা। ২০১২ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোয়ান্স। ৭ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নও তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর