প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১২:২৯
নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের নতুন মন্ত্রীসভায় ডাক পাওয়া দেশে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কে হচ্ছে বিসিবি নতুন সভাপতি।
সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন মাশরাফি, আবার কেউ বলছেন সাকিব এখন আমাদের দেখার পালা কে হচ্ছে যাচ্ছেন দেশের সবচেয়ে আলোচিত বিসিবি সভাপতি ? সে জন্য আমাদের সকলের অপেক্ষা ছাড়া করার কিছু নেই।
প্রসঙ্গত, নাজমুল হাসান পাপন ১৭ অক্টোবর ২০১২ সালে প্রথম দায়িত্ব পালন করেন। তারপর টানা ৩ বার তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ৬ অক্টোবর ২০২১ সালে তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পান।
মন্তব্য করুন: