প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৩, ১৭:৫৫
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারত টাইগাররা। তবে সিরিজ জয়ের আশায় টস জিতে বোলিং নেয়ার পর টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে বাগড়া দিয়েছে বৃষ্টি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বে ওভালে ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৭২ রান। এরপর প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল মাউন্ট মঙ্গানুইয়ে। তবে আজ দুপুরের দিকে এসে কিছুটা থেমেছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। তবে এই ম্যাচে ফলাফলের জন্য যথেষ্ট সময় দিলো না বৃষ্টি! শেষ পর্যন্ত দুই দলের লড়াই ছাপিয়ে জয় হয়েছে বেরসিক বৃষ্টির! এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের অনেক বাইরে করা খাটো লেন্থের বলে এক্সট্রা কভারের রিশাদের হাতে সহজ দেন তিনি। বিদায়ের আগে ৫ বলে ২ রান করেন কিউই এই ওপেনার।
তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। চার-ছক্কার ফুলঝুরিতে ব্যক্তিগত ফিফটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর ১১তম ওভারের খেলা শেষ হওয়ার পর হানা দেয় বৃষ্টি। তখন ২৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন ড্যারেল মিচেল, ১৪ বলে ৯ রান করে ব্যাটিং করছিলেন গ্লেন ফিলিপস।
একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আজকের মতো সে ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটে হবে না, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।
মন্তব্য করুন: