[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৩, ২৩:০২

ছবি : সংগৃহীত

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিলেন দেশসেরা এই ওপেনার। অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সেটা এখনও অনিশ্চিত।

 

নতুন বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তিতে তামিম থাকতে চান না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন।

 

রবিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে জালাল ইউনুস জানিয়েছেন, 'তামিমের ব্যাপারটা হচ্ছে, তার সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের পরে। সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।’

 

জালাল ইউনুস আরও বলেছেন, ‘তার (তামিম) ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে, সেসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।'

 

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার চূড়ান্ত হয়ে যাওয়ার কথা বললেন তিনি, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সঙ্গে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আর কী। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো, যেটা বোর্ডের কাছে দিবো। তার আগে সভাপতির কাছে দিতে হবে। উনি একটু দেখবেন তারপর আমরা বোর্ডে প্রকাশ করবো।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর