[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বাংলাদেশি বোলারদের প্রশংসায় পঞ্চমুখ সাউদি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৩, ২১:৪৫

ছবি: সংগৃহীত

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। তবে সিলেট টেস্ট বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি কিউইরা। তাইজুলের ঘূর্ণিতে ১৫০ রানে হেরেছে নিউজিল্যান্ড। হারের পর টাইগার বোলারদের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাউদি বলেন, ‘আমরা নিজেদের হারের কারণ অবশ্যই আলোচনা করব। তবে আপনাকে আগে দেখতে হবে বাংলাদেশের বোলাররা কীভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, লম্বা সময় ধরে। আমরাও তা করেছি কিছু কিছু সময়। তবে সেটা লম্বা সময় ধরে করতে পারিনি। ব্যাটিংয়ের কথা যদি বলি, আপনি জুটি গড়তে চাইবেন। শান্তর ইনিংস দেখুন, সে দারুণ খেলেছে। ইনিংসটা এসেছেও দারুণ সময়ে। সুতরাং আমাদের দেখার আছে অনেক কিছু। আগামী কয়েক দিন সে জন্য সময় আছে।’

তিনি আরও বলেন, ‘ওরা খুব ভালো বোলিং করেছেন, দারুণ নিয়ন্ত্রণ তাদের। আমরা জানি যে এই অঞ্চলে যত সময় গড়ায় ব্যাটিং তত কঠিন হয়। ওদের কিছুটা বাঁক দরকার ছিল, কিছু বাউন্সের অধারাবাহিকতাও। আমরা এটা জানতাম। এসব ক্ষেত্রে জুটি গড়তে হয়। আমাদের হয়তো দুই-একটি জুটি দরকার ছিল। আর নিজেরা লম্বা সময় চাপ সৃষ্টি করতে পারিনি।’

বাংলা গেজেট / এসএডি-৩


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর