[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

বাংলাদেশের লিড তিনশ পার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বার ২০২৩, ১৪:১৬

সংগৃহিত ছবি

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ কোথায় থামবে বাংলাদেশে? এমন প্রশ্ন গতকাল মুমিনুল হক জানিয়েছিলেন, চারশ না হলেও সাড়ে তিনশ করতে চান তারা। আজ চতুর্থ দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারালেও সেই পথেই হাঁটছে বাংলাদেশ। লিড ছাড়িয়েছে তিনশ রানের।

৩ উইকেটে ২১২ রানে আজ দিন শুরু করে বাংলাদেশ।

সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে ৯৬ রান। এতে ৭ উইকেটে ৩০৮ রান দিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা। তাতে ৩০১ রানের লিড পেয়েছে বাংলাদেশ দল। গতকালের তোলা ২০৫ রানের লিড বাড়িয়ে নিতে নাজমুল হোসেন ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে দিন শুরু করেন।

তবে সকালটা ভালো হয়নি নাজমুলের। ১ রান যোগ করে আউট হন তিনি। টিম সাউদির বলে ফিরে যান দিনের দ্বিতীয় ওভারে। ১৯৮ বলে থামে নাজমুলের ১০৫ রানের ইনিংস।

মুশফিক ফিফটি পূর্ণ করলেও ১৮ রানে আউট হন শাহাদাত হোসেন দিপু। ইনিংসের ৮০ ওভার পর কিউইরা নতুন বল নিলে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন ৬৭ রানে। তার ১১৬ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার।

সুবিধা করতে পারেননি নুরুল হাসান সোহান। নিজের বলে ক্যাচ নিয়ে নুরুলকে ফেরান গ্লেন ফিলিপস। তার আগের ওভারে একবার জীবন পেয়েছিলেন নুরুল। ১৪ রানে পাওয়া জীবনে বাংলাদেশের লিড বাড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ৩২ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৩ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন নাঈম হাসান। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর