[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বিপিএলের পর জাতীয় দল নিয়ে ভাববেন তামিম

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ২০:৪২

ফাইল ছবি

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায় দুপুরে নিজের ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছেন তামিম ইকবাল। যদিও আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। জানান বিকেল পাঁচটায় সাংবাদিকদের সঙ্গে বনানীতে নিজ বাসায় কথা বললেন তিনি। অবশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম। জানিয়েছেন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তার ভাবনার কথা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ না খেললেও আশার কথা আসন্ন বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে ভাববেন। মূলত, বিপিএলই তার জাতীয় দলের গতিপথ ঠিক করে দেবে।

পাপনের সঙ্গে কি কথা হয়েছে সে সব নিয়ে তামিম বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটা এখন আমার মুখে বলার দরকার নেই, সেটা আমি নিশ্চিত আপনারা বুঝতে পারছেন। সেটাই আমি বোর্ডকে জানিয়েছিলাম। বোর্ড সভাপতি তার নির্বাচনী ব্যস্ততার কথা বলে আমাকে অন্তত জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন।’

এরপর তিনি বলেন, ‘বিসিবি ও সভাপতি পাপনের সঙ্গে কথা হয়েছে। তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে সম্মান জানাই। আপাতত বিপিএলের দিকেই লক্ষ্য। জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছি। এরপর দেখব কতোটা খেলতে পারি।’

তামিম আরও বলেন, ‘আমরা কথা বলেছি। পাপন ভাই অনেককিছু দেখবেন বলে জানিয়েছেন। কানো একজনের কথায় আটকে থাকবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমাদের টেস্ট ম্যাচ। আমি দলের সবার প্রতি শুভকামনা জানাই। আশা করি আমার এই সাক্ষাৎকার দলের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

এর আগে, বিশ্বকাপের দুই মাস আগে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তামিম। সেই সঙ্গে ঘোষণা দেন অবসরের। পরে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোদে ফের অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন। প্রস্তুত হন বিশ্বকাপ খেলার জন্য। ফেরেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে। সেখানে ৪৪ রানের ইনিংস খেলে জানান দেন নিজের ফিরে আসার। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি তার। নানা নাটকীয়তায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। এরপর থেকেই এ নিয়ে চলছে বিতর্ক। সে সবের পর আজই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর