[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বড় জয়ে স্প্যানিশ লিগের শীর্ষে উঠল রিয়াল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ১২:৪১

গোলের পর রিয়াল তারকার উচ্ছ্বাস।

আন্তর্জাতিক বিরতিতে ছেড়েছিলেন ক্লাব। জাতীয় দলের হয়ে খেলতে নেমে শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর তাই মন ভার থাকার কথা। কিন্তু তিনি যেন আরও জ্বলে উঠলেন, তার জোড়া গোলে বড় জয়ে স্প্যানিশ লিগের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় কাদিজকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ম্যাচে একক প্রচেষ্টাতেই দুই গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। আর জুড বেলিংহামের করা অন্য গোলটিও এসেছে তার সহায়তা থেকে।

জিতলেই শীর্ষে ওঠার সুযোগ, এমন পরিস্থিতিতে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে প্রথম দিকে কাদিজও চেষ্টা করেছিল চাপ তৈরি করতে। সে চাপ সামলে এগিয়ে যেতে এদিন রিয়ালের সময় লাগে মাত্র ১৪ মিনিট। বেলিংহামের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বের করে পোস্টের ওপরের কোনা ঘেঁষে শট নেন রদ্রিগো। তার সেই শট থামানোর কোনো উপায়ই ছিল না কাদিজ গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল রিয়ালের নিয়ন্ত্রণে। ৫৪ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরির পরও গোল আদায় করতে পারেনি তারা। ৬৩ মিনিটে লুকা মদরিচের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হতে হয় রিয়ালকে।

এক মিনিট পর অবশ্য ঠিকই নিজের এবং দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রদ্রিগো। তার এই গোলটিও একক প্রচেষ্টার। এবার কাদিজের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। এরপর ৭৪ মিনিটে করা বেলিংহামের গোলটিও এসেছে রদ্রিগোর সহায়তা থেকে। সব মিলিয়ে রিয়ালের শীর্ষে ওঠার রাতটাকে এককভাবেই নিজের করে নিয়েছেন রদ্রিগো।

এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকা জিরোনা অবশ্য ম্যাচও একটি কম খেলেছে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর