প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২১:০৬
হঠাৎ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
বিশ্বকাপের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। এরপর দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান তিনি। তবে মঙ্গলবার জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের জন্য তিন আসনের মনোনয়ন ফরম জমা দেন সাকিব। আজ বুধবার সাকিব এসেছেন বিসিবিতে। এসে ক্রিকেট অপারেশনস রুমে বেশ কিছুক্ষণ থাকেন তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক।
বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়াও, গুঞ্জন রয়েছে এদিন নাকি বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। এরপর থেকে সাকিবের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা রকম আলোচনা-সমালোচনা। কাজেই অনেকেরই ধারণা, হয়ত এ বৈঠকে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের অধিনায়ক হিসেবে পরবর্তীতে থাকছেন কি না, এ বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: