প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ১৯:৪৫
এক বছর আগেই কাতারে শুরু হয়েছিল “গ্রেটেস্ট শো অন আর্থ” খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই প্রজন্মের আর্জেন্টিনা ভক্তদের কাছে বিশ্বকাপের সেবারের আসরই ছিল ইতিহাসের সেরা। কারণ ৩৬ বছর পর বিশ্বকাপের সেই সোনালি ট্রফি উঠেছিল আর্জেন্টিনার হাতে। পাশাপাশিই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও বারবার চেষ্টার পর অবশেষে সেবারই ছোঁয়া পেয়েছিলেন বিশ্বকাপের সেই অধরা ট্রফির।
এবার ২০২২ বিশ্বকাপ মেসি ভক্তদের জন্য আরও স্মরণীয় করতে অভিনব নিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বড় সংগ্রহশালা সোথেবি। বিশ্বকাপে তাঁর খেলা ৬টি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এই সংস্থা।
পুরো টুর্নামেন্টে মোট ৭ ম্যাচ খেলেছিলেন মেসি। সেখান থেকে নিলামে উঠছে ৬টি জার্সি। গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো, দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পরা জার্সি।
এ বিষয়ে সোথেবি জানিয়েছে, দাম সব মিলিয়ে এক কোটি ডলার পেরিয়ে গেলে খেলাধুলার স্মারক নিলামের তোলার ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে মেসির জার্সিগুলো।
বার্তা সংস্থা এএফপি এর খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের স্মারকের পেছনে ছুটছে নিলাম প্রচারকারী সংস্থাগুলো। এমনকি ইন্টার মায়ামির হয়ে মেসির খেলা জার্সিগুলোও নিলামে তোলার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্রের টেক স্টার্টআপ প্রতিষ্ঠান এসি মোমেন্টো।
চলতি মাসের ৩০ তারিখ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে নিলামের কাজ। যেখানে দর্শকরা বিনা পয়সায় মেসির জার্সি দেখতেও পারবেন। সেই নিলাম থেকে পাওয়া অর্থের এক বিশাল অংশ ব্যয় হবে বার্সেলোনার শিশু হাসপাতালে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায়।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: