প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৩, ২০:১৫
বিশ্বকাপের শুরুতেই নেই কোনো উদ্বোধনী অনুষ্ঠান, মাঠের আউটফিল্ডের বাজে অবস্থা, সেমিতে এসে পিচ বদল। সব মিলিয়ে আয়োজক দেশ ভারতকে মুখোমুখি হতে হয় এসব সমালোচনার।
আসরের প্রথম সেমিতে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের আগে পিচ বদলে ফেলার অভিযোগ এবার গড়াল ফাইনালে, আহমেদাবাদে। গত বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন তুলেছিল সেই অভিযোগ। তাদের মতে, খেলার আগে আইসিসির অনুমোদন ছাড়াই বদলে ফেলা হয়েছে পিচ। ৭ নম্বর পিচে খেলার কথা থাকলেও, খেলা হবে ৬ নম্বর পিচে।
তবে ম্যাচ চলাকালীনই এক বিবৃতিতে আইসিসি জানায়, এ বিষয়ে তারা অবগত। এই রক্ম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এটা স্বাভাবিক।
সেই আলোচনার রেশ যেন কাতেনি এখনো। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তাদের জায়গা নিশ্চিত করে প্রোটিয়াদের হারিয়ে। সেই ম্যাচে স্পিন্দের বিপক্ষে বেশ ভুগেছে প্যাট কামিন্সের দল। ম্যাচ শেষ সেই বিষয়ে এবং পরবর্তী ম্যাচে পিচ নিয়ে অজিদের লক্ষ্য জানতে চাইলে তাদের তারকা পেসার মিচেল স্টার্ক বলেন, “আমরা এখনও জানি না পরের ম্যাচে (ফাইনালে) পিচ কেমন হতে চলেছে। আহমেদাবাদে গেলে বুঝতে পারব তরতাজা উইকেটে খেলা হবে নাকি পুরনো।”
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: