[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৩, ১৯:৪৬

ফাইল ছবি
কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে ফেসবুকে লিটন লেখেন, ‘সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু দুজনই সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন সময় দুই দফায় দেশে ফিরে এসেছিলেন লিটন। পরে অবশ্য আবারও যোগ দেন দলের সঙ্গে।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন লিটন। ‍বিয়ের চার বছরের মাথায় লিটনের ঘর আলো করে এলো তার সন্তান।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর