প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৩, ১৯:২৬
টস নিয়ে রোহিতের বিরুদ্ধে চতুরতার অভিযোগ তুলে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে বখত বলেন, ‘আমি কি একটা ষড়যন্ত্র তত্ত্ব দিতে পারি? টসের সময় রোহিত প্রতিপক্ষ অধিনায়কের চেয়ে দূরে কয়েন নিক্ষেপ করে। যাতে প্রতিপক্ষ অধিনায়ক কয়েন দেখতে না যায়।’
সাবেক এই বর্ষীয়ান ক্রিকেটারের এমন মন্তব্যের পর বেশ বিরক্ত হয়েছেন মঈন খান, ওয়াসিম আকরাম ও শোয়েব মালিক। পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টসে’র বিশ্বকাপ আয়োজন ‘প্যাভিলিয়ন’-এ প্রসঙ্গটি উঠলে আকরাম বলেন, ‘কয়েন নিক্ষেপের পর কোন জায়গায় পড়বে, এটা কে নির্ধারণ করে? এই বিষয়ে আমি বিব্রতবোধ করছি। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাচ্ছি না।’
অলরাউন্ডার শোয়েব মালিক তো আরও এক হাত সরেস। তিনি এ বিষয়ে কোন শব্দ খরচ করতে রাজি না বলে স্রেফ জানিয়ে দিয়েছেন,‘এটা নিয়ে কোনো আলোচনাই করা উচিত নয়।’
মঈন খান বখতকে খোঁচা দিয়ে বলেন, ‘তিনি ভুল বলেছেন। একটা হইচই তৈরি করতে চাইছেন। আলোচনায় আসতে চাইছেন। সব অধিনায়কেরই তো কয়েন টস করার আলাদা ধরন থাকে।’
এবারের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছে ভারত। এর মধ্যে ৫টিতে টসে জিতেছেন রোহিত। বাকি পাঁচটিতে হেরেছেন। পিচ ও টস নিয়ে আলোচনার মাঝেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ১৯ নভেম্বরের ফাইনালে তাদের প্রতিপক্ষ আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: