[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিশ্বকাপে সাকিবের বদলি এনামুল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২১:১১

ফাইল ছবি

বিশ্বকাপের শেষ মুহূর্তে দলে সাকিব আল হাসানের বদলি হিসেবে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। আঙুলে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এনামুলকে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাকে খেলার অনুমতি দিল। বদলি খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। আজ আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, এক বিবৃতিতে বিসিবি জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে। শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ঊরুর পেশির চোটে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি সাকিব। ওই ম্যাচে অধিনায়কত্ব করেন সহঅধিনায়ক শান্ত। শেষ ম্যাচেও তার কাঁধেই পড়বে দায়িত্ব। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বাংলা গেজেট/এসএডি-৩


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর