[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

কালো যাদু করে পাকিস্তানকে হারিয়েছে ভারত

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২০:২২

ফাইল ছবি

চলমান ক্রিকেট বিশ্বকাপে অপরাজেয় ভারতীয় ক্রিকেট দল। টানা আট ম্যাচে নিজেদের জয় ধরে রেখেছে তারা। চিরশত্রু পাকিস্থান ক্রিকেট দলও কুপোকাত হয়েছে তাদের কাছে। কিন্তু এই জয় ভারতীয় ক্রিকেটারদের পারফর্মেন্সের কারণে আসেনি। পাকিস্তানকে কালো যাদু করে হারিয়েছে ভারত। এমনটা মনে করছেন পাকিস্তানের দুই অভিনয়শিল্পী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পাকিস্তানি অভিনেতা আহমেদ আলি বাট ও জনপ্রিয় টিকটকার হারিম শাহর এই মন্তব্য এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে দেখা গেছে এক আলোচনায় আহমেদ হারিমকে বলেন, ‘তার মানে বলতে চাইছেন ক্রিকেটের ওপর কিছু একটা করা হয়েছে?’

উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, দেখুন ওরা কালো জাদু করে জিতেছে, নিজেরা চেষ্টা করুক বা কালো জাদু করুক মোদ্দা কথা জেতার জন্য ওরা সবকিছু করেছে। ওরা সব জিনিসের ক্ষমতাকে ব্যবহার করেছে। ভারতীয়রা সব থেকে বেশি এসবে বিশ্বাস করে। কুণ্ডলী মেলানো বা এসব আর কী।’

আহমেদ জিজ্ঞেস করেন, ‘আপনি কি এসবে বিশ্বাস করেন?’ উত্তরে হারিম বলেন, ‘হ্যাঁ একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’

আহমেদ তখন বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখল তখনই ওদের নজর লেগেছে।’

এদিকে আহমেদ ও হারিমের এই বক্তব্যে হেসে খুন নেটিজেনরা। বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাকিস্তানের দুজন বোদ্ধা প্রাণে মনে বিশ্বাস করে যে পাকিস্তানি টিমের উপর কালো জাদু করা হয়েছে। বাবর আজম এবং শাহীন আফ্রিদির উপর 'এন্ডিয়ানস'দের নজর লেগে গেছে।’’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর