[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

যে কারণে টাইগারদের সঙ্গে হাত মেলাননি লঙ্কানরা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২০:১৯

ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া টাইগারদের জন্য এই ম্যাচটিও ছিল গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না সাকিবদের কাছে।

দিল্লীতে দুই দলের এ ম্যাচে ছড়িয়েছে উত্তাপ। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টইমড আউট করায় উত্তেজনা ছড়িয়েছে, যা মাঠের বাইরেও আলোচনা-সমালোচনা তৈরি করেছে। এদিকে ম্যাচ জয়ের পর টাইগার অধিনায়ক বলেছেন, যুদ্ধ জয়ের জন্য যা করা উচিত বলে মনে হয়েছে তাই করেছেন। তবে এমন ঘটনা বাংলাদেশের জন্য লজ্জাজনক বলেই জানিয়েছেন ম্যাথিউস।

বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।

এমন আউটের পর গতকাল সংবাদ সম্মেলনে এসে ম্যাথিউস জানিয়েছেন, এটা বাংলাদেশের জন্য লজ্জার। তিনি বলেন, ‘আমি ভুল কিছু করিনি। নিজেকে তৈরি করে ক্রিজে যাওয়ার জন্য আমার হাতে ২ মিনিট সময় ছিল এবং সেটা আমি করেছি। আমার (হেলমেট) সরঞ্জামে সমস্যা হয়েছিল। আমি জানি না কাণ্ডজ্ঞান কোথায় হারাল। অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। যদি ওরা এভাবেই খেলতে চায় এবং এত নিচে নামে, আমার মনে হয় ওদের কোথাও একটা বড়সড় ঝামেলা আছে।’

খেলা শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর বিষয়ে প্রশ্ন করলে ম্যাথিউস বলেন ‘হ্যাঁ, যারা আমাদের সম্মান করবে, তাদেরকে সম্মান দিতে হবে। এর মানে এই না—তাদেরকে (তো) খেলাটিকেই সম্মান দিতে হবে। মানে, আম্পায়াররাসহ আমরা সবাই এই সুন্দর খেলাটির প্রতিনিধি। ফলে আপনি যদি সম্মান না করেন, কাণ্ডজ্ঞান না ব্যবহার করেন, তাহলে আর কী চাইছেন?’

এর আগে সংবাদ সম্মেলনে হাত না মেলানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানকেও। জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর