প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৩৬
রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ মৌসুম কাটিয়েছেন ব্রাজিলের মার্সেলো। এরপর যোগ দেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। তরুণ বয়সে যেখানে তিনি তৈরি হন ব্রাজিলের জন্য। এমনকি রিয়ালের জন্যও। তাতেই লিবার্তোদোরেসের শিরোপাকে রিয়ালে থাকাকালীন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকেও বড় হিসেবে দেখছেন মার্সেলো।
শনিবার অতিরিক্ত সময়ে গড়ান ম্যাচে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারায় ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সে। ইতিহাসে প্রথমবারের মতো কনমেবল দক্ষিণ আমেরিকান ক্লাব প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতল দলটি। ম্যাচটিতে কেবল প্রথমার্ধেই খেলেন মার্সেলো।
জয়ের অনুভূতি প্রকাশ করে মার্সেলো ইএসপিএনকে বলেন, “রিয়াল মাদ্রিদ বুঝতে পারবে। ক্লাব পর্যায়ে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা, কারণ এই ক্লাবই আমাকে বড় করেছে।”
রিয়াল মাদ্রিদেই এই লেফট উইং ব্যাক হয়ে ওঠেন কিংবদন্তি। ৫৪৬টি ম্যাচে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ জেতেন মোট ২৫ ট্রফি। ক্লাবের ১২০ বছর ইতিহাসে যা কোনো একজন ফুটবলারের ক্ষেত্রে সর্বোচ্চ।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: