প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৩, ১৪:২৯
নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও তিনি দ্বিমত পোষণ করবেন না। সেটা আসলে করার সুযোগও ছিল না বাংলাদেশের অধিনায়কের সামনে। ভারত বিশ্বকাপে বাংলাদেশ কতটা বাজে খেলেছে সেটা নিশ্চিতভাবে সাকিবের কথাতেই স্পষ্ট।
অথচ বছর খানেক আগেও অন্তত ওয়ানডেতে ছন্দে ছিল বাংলাদেশ। এমনকি ওয়ানডে সুপার লিগেও তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর সব যেন উলট-পালট হয়ে গেছে! সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবদের এখন সেরা আটে থাকাই দায়!
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ বলেন, 'এক এক জন কোচের এক এক দৃষ্টিভঙ্গি থাকে। আমার কাছে কোনো কোচই খারাপ না। তবে আমার ছাত্র কেমন, সেটার ওপর আমার পরিকল্পনার অনেকটাই নির্ভর করে। যে প্রক্রিয়ায় হাথুরু চলে গিয়েছিল, তাকে দ্বিতীয় মেয়াদে আনাটাও যেমন ঠিক হয়নি। আবার যে প্রক্রিয়ায় আমরা একটার পর একটা কোচ বদল করছি, সেটা কোনোভাবেই ভালো কিছু হতে পারে না। সব জায়গায় গলদ রয়ে গেছে। এই গলদ ঠিক না করলে কেউই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ঘটাতে পারবে না।'
বাংলাদেশ দলের কোচ হতে হলে 'ম্যান ম্যানেজমেন্ট' সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বলে মনে করেন তারেক, 'জাতীয় দলের একজন কোচ যখন আপনি নিয়োগ দেন, তখন কিন্তু তাকে দুই বছরের জন্য নিয়োগ দেন। তার মূল্যায়নটা হয় ফলাফলের ভিত্তিতে। তাই জাতীয় দলের কোনো কোচ কখনোই ডেভলপমেন্টের প্রক্রিয়ায় এগিয়ে যেতে চায় না।'
'আমি মনে করি, হাথুরু অনেক ট্যাকটিকাল একজন কোচ। কিন্তু ম্যান ম্যানেজমেন্টের জায়গায় তার একটা দুর্বলতা আছে। ও কিন্তু চায় যেকোনো মূল্যে জিততে। কিন্তু যাদের নিয়ে চিন্তাটা করছেন তারা কতোটা যোগ্য সেটাও আপনাকে দেখতে হবে। এটা করতে গেলে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হবে।'
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: