[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না মার্শ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৩, ১৯:৪২

ফাইল ছবি

অজিদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ধাক্কা দিয়ে। শুরুর দুই ম্যাচেই হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। সেখান থেকে টানা চার ম্যাচ জয়ে তালিকার তিনে উঠে এসেছে দলটি। সামনে শেষ চারের হাতছানি। তবে এমন অবস্থায় আরও একটি ধাক্কা খেল প্যাট কামিন্সের দল।

গলফ খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিজেদের পরের ম্যাচ ইংলিশদের বিপক্ষে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। তার পরের দিনই আরও একটি দুঃসংবাদ। সেই ম্যাচে থাকছেন না আরেক ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শ। যদিও চোট নয়, ব্যক্তিগত কারণে দেশে ফেরায় থাকছেন না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, মার্শ বুধবার রাতে বাড়ি (পার্থ) ফিরেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে নিজ দেশে ফিরেছেন। তাঁর দলে ফেরার সময়সীমা পরে নিশ্চিত করা হবে।”

এই বিষয়ে এখনই আর বিস্তারিত কিছু জানানো হবে না বলেও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর