[email protected] বুধবার, ১লা জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

টসে হেরে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৭:৫২

ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর একের বিশাল সংগ্রহ দাড় করিয়ে জিতেছে একাধিক ম্যাচ। তবে তাদের বিপত্তি আসে রান চেজে।

একটি মাত্র ম্যাচে হেরেছে তাও আবার লক্ষ্য তাড়া করতে নেমেই। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও পড়েছিল সেই জুজুতে। তবে টেল এন্ডারদের বুদ্ধিদীপ্ত পারফর্মে সে যাত্রা রক্ষা পায় টেম্বা বাভুমার দল। অন্যদিকে শুরুর চার ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। জয়ের ক্ষুধা তাই তীব্র থাকারি কথা। সঙ্গে শেষ চারে জায়গা নেয়ার লড়াই। জমজমাট এই ম্যাচে দল দুটি আজ মাঠে নামছে।

পুনেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। চোট কাটিয়ে লকি ফার্গুসনের পরিবর্তে একাদশে ফিরেছেন টিম সাউদি। অন্যদিকে প্রোটিয়াদের পেস অ্যাটাক বাড়াতে তাব্রাইজ শামসির বদলে একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, জেরাল্ড কুটসিয়া, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর