[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

এবার নিষিদ্ধ ইতালির টোনালি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ২০:০৩

ফাইল ছবি

দিন দশেক আগেই বেটিংয়ের নিয়ম ভাঙায় সাত মাসের জন্য নিষিদ্ধ হন ইতালির মিডফিল্ডার নিকোলো ফাগিওলি। এবার একই কারণে আরেক ইতালিয়ান পড়লেন নিষেধাজ্ঞায়। ১০ মাসের জন্য নিষিদ্ধ হলেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার সান্দ্রো টোনালি।

বৃহস্পতিবার নিষেধাজ্ঞার বিষয়টি জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

গত জুলাইয়ে সাড়ে পাঁচ কোটি পাউন্ডের চুক্তিতে এসি মিলান থেকে নিউক্যাসলে যোগ দেন টোনালি। তার দীর্ঘ এই নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের আগস্ট পর্যন্ত থাকবেন মাঠের বাইরে। এমনকি ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে পৌঁছালে সেখানেও খেলতে পারবেন না ২৩ বছর বয়সী এই ফুটবলার।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর