[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ভারতের বাইরে আইপিএল নিলাম, সময়সূচি প্রকাশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৩, ১৯:৪৭

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের সবগুলো আসরের নিলাম ভারতেই অনুষ্ঠিত হয়েছিল। এবার ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে আইপিএল কমিটি। প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল নিলাম। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আসরটির নিলাম।

এবার আইপিএল নিলাম চলাকালে অবশ্য সিরিজ খেলতে ব্যস্ত থাকবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত সময় পার করবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ১৯ ডিসেম্বর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে ভারত। এ সময়ই দুবাইয়ে অনুষ্ঠিত হবে নিলাম।

এবারের আসরে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। নিলামের আগে ১৫ নভেম্বর পর্যন্ত পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সুযোগ পাবে দলগুলো। সেদিনের মধ্যেই রিটেইন লিস্ট এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা টুর্নামেন্ট কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এরপর ডিসেম্বরের শুরুর দিকে নিলামের পুল নির্ধারণ করা হবে।

এবার দল সাজানোর জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০০ কোটি রুপির পার্স পাবে। গত মৌসুমে যা ছিলো ৯৫ কোটি রুপি। নিলামে একটা দল কত রুপি খরচ করতে পারবে সেটা নির্ভর করছে তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মূল্য কত সেটার উপর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২.২০ কোটি রুপি আছে পাঞ্জাব কিংসের। সবচেয়ে কম ০.০৫ কোটি রুপি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের।

এবার মিনি নিলাম হবে এক দিনের। বেশ কিছু নামীদামী ক্রিকেটার এবার নিলামে নাম দেবেন বলে ধারণা করা যাচ্ছে। আইপিএলে ফেরার ঘোষণা দেওয়া মিচেল স্টার্ক থেকে শুরু করে এই তালিকায় আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, ক্রিস ওকস, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস ও জেরাল্ড কোয়েটজি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর