প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৩, ১৯:৪৩
চলমান বিশ্বকাপে দল হিসেব ভালো করতে পারছে না ইংল্যান্ড। ব্যাট হাতে ছন্দে নেই অধিনায়ক জস বাটলারও। তাতে আসরের শুরু থেকেই হারের বৃত্তে বন্দি হয়ে আছে ইংলিশরা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে বাটলারের নেতৃত্ব নিয়েও। তবে অধিনায়ক হিসেবে নিজেকেই যোগ্য মনে করছেন ইংলিশ দলপতি।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ইংলিশদের সেমিফাইনাল স্বপ্ন কার্যত শেষ। অথচ সেরা চারে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না। ম্যাচ হারের পর বাটলারের কাছে প্রশ্ন ছিল, এমন ব্যর্থতার পরও দলের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে নিজেকে যোগ্য মনে করছেন কিনা। উত্তরে নিজের পক্ষেই ঢাল ধরলেন তিনি।
এই প্রসঙ্গে বাটলারের ভাষ্য, ‘অধিনায়ক হিসেবে প্রশ্নটা হলো, আমি কীভাবে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনতে পারি। দলকে কীভাবে সঠিক পথে পরিচালিত করতে পারি। নেতা ও অধিনায়ক এবং সবার আগে খেলোয়াড় হিসেবে নিজের ওপর আমার আস্থা ও আত্মবিশ্বাস আছে।’
তবে বাটলার চাইলেই তো আর দলের নেতৃত্বে থাকতে পারবেন না, সেটাও মনে করিয়ে দিলেন, ‘তবে আপনি যদি জানতে চান, আমি ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে থাকবো কি না, সেটা আসলে আমার ওপরে (বোর্ডের কর্তারা) যারা আছেন, তাদের (সিদ্ধান্তের) ব্যাপার।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু কুমারা ও কাসুন রাজিথাদের বোলিং তোপে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ে ইংলিশরা হেরেছে ৮ উইকেটে।
এর আগে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে একেবারে উড়িয়ে গিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়ানোর পর আবারও একই রূপ ধারণ করে তারা। আফগানিস্তানের সঙ্গে হোঁচট খাওয়ার পর সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেননি বাটলাররা।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: