[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির ৫ কারণ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২১:২৯

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। এরপর রিয়াদ দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। যদিও হারটা ছোট নয়, আর টানা চতুর্থ হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাদের মুখে ফেলে দিয়েছে টাইগাররা।

যদিও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে দলপতি সাকিব আল হাসান জানিয়েছিলেন, টুর্নামেন্টের মাঝপথেই হতাশ হওয়ার কিছু নেই। বাকি পাঁচটা ম্যাচে অনেক হিসেব বদলে যেতে পারে।

মাত্র ৫৮ রানের মাথায় বাংলাদেশ টপ-অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছিল। একসময় শঙ্কা জাগে লাল-সবুজেরা তিন অঙ্কের কোটা পূরণ করতে পারবেন কি না, তা নিয়েও। সেখান থেকেই দলকে টেনে তোলেন রিয়াদ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১১ বলে করেন ১১১ রান। হাঁকান ১১ চারের পাশাপাশি ৪ ছক্কা।

চলতি বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পেছনের অনেক কারণ রয়েছে। তবে নিচে পাঁচটি বিষয়ে আলোচনা করা হলো—

ব্যাটিং বিপর্যয় : চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় চোখে পড়ার মতো। টপ-অর্ডার ও মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় মূলত কার্যত পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ ব্যতীত সব ম্যাচেই বিপর্যয়ের মুখে পড়েছে টপ-অর্ডার। বরাবরই ব্যর্থ হচ্ছেন তানজিদ হোসেন তামিম, নাজমুল হোসেন শান্ত, তওহীদ হৃদয়ের মতো ব্যাটাররা।

সুযোগ কাজে লাগাতে না পারা : বিশ্বমঞ্চে সুযোগ কাজে না লাগাতে পারাও বাংলাদেশের হারের অন্যতম কারণ। সাকিব বাহিনী সেই সুযোগ লুফে নিতে পারছে না। টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মতে, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম দুই উইকেট বেশ কম রানে ফেলে দেওয়ার পর বোলাররা যদি আরও দুই থেকে তিনটে সুযোগ তৈরি করতে পারতো, তাহলে খেলার মোড় ঘুরে যেত।

তরুণরা দায়িত্ব নিতে ব্যর্থ : চলতি বিশ্বকাপে তরুণদের ওপরেই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে তারা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে পারছেন না। নিজেদের সেরাটা দিতে পারছেন না তানজিদ, হাসান, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররা। তরুণ দায়িত্ব নিতে পারলে ভালো কিছু পেতে পারতো বাংলাদেশ।

ব্যাটিং অর্ডার পরিবর্তন : চলতি বিশ্বকাপে রীতিমতো ছেলেখেলা চলছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। বিশেষ করে মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন বারবার পরিবর্তন বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ।

পেসারদের ব্যর্থতা : বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন-শরিফুলরা। তবে বিশ্বকাপে বরাবরই হতাশ করছেন তারা। শুরুতেই চাপে ফেলতে না পারায়, বড় সংগ্রহ পাচ্ছে প্রতিপক্ষ দলগুলো।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর