[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহর, পেছালেন সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২০:৪২

ফাইল ছবি

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে পড়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয় পরাজয় হয়েছে সাকিবদের।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের অবিশ্বাস্য সেঞ্চুরির পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের বিশাল টার্গেট তাড়ায় টাইগাররা অলআউট হয়ে যায় ২৩৩ রানে। এতে ১৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করার পর সুখবর পেয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। আর গতকালও ব্যর্থ হওয়ার পর পিছিয়ে গেছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান।

সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। আর দুই ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে গেছেন সাকিব। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর আজম ও শুভমান গিলের লড়াইটা বেশ জমে উঠেছে। বাবরকে টপকে যেতে গিলের প্রয়োজন মাত্র ৭টি রেটিং পয়েন্ট।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই ফিফটি পেয়েছিলেন বাবর, করেছিলেন ৭৪ রান। তবে এরপরও গত সপ্তাহে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের চেয়ে সাতটি রেটিং পয়েন্ট কমেছে বাবরের। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮২৯, দুইয়ে থাকা গিলের ৮২৩। গিল ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ফিফটি পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৬ রান করেছেন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। এখন তিনি উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা চতুর্থ স্থানে। ইংল্যান্ডের সঙ্গে ৬৭ বলে ১০৯ রানের পর গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯০ রান করে সাত ধাপ এগিয়েছেন তিনি।

ক্লাসেনের ঠিক ওপরে আছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ইনিংস খেলে করেছেন ৩টি সেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি।

এদিকে জমে উঠেছে বোলারদের র‍্যাঙ্কিংয়ের লড়াইও। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতের মোহাম্মদ সিরাজ। হ্যাজলউডের রেটিং পয়েন্ট ৬৭০, দুইয়ে থাকা সিরাজের রেটিং ৬৬৮। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৫৬।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। বাংলাদেশ অধিনায়ক অলরাউন্ডার ৩২৪ রেটিং পয়েন্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও তাঁর রেটিং ছিল ৩৭২। এ তালিকায় দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১। তাঁরও পয়েন্ট কমেছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর