[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে শচীনকে ছুঁলেন ওয়ার্নার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২০:২৮

ডেভিড ওয়ার্নার

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান এই তারকা ওপেনার।

বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ বলে ১১টি চার আর ৩টি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে ফেরেন ওর্য়ানার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২৪ বলে ১৪টি চার আর ৯টি ছক্কায় খেলেন ১৬৩ রানের ঝলমলে ইনিংস।

ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ান এই তারকা ওপেনার ছুঁলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। বিশ্বকাপে এ নিয়ে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এর আগে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি হাঁকান শচীন।

বিশ্বকাপে রেকর্ড ৭টি সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা ওপেনার ও দলটির বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর