[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ১৬:১৮

ছবি: মীর ফরিদ, মুম্বাই থেকে

কাল সংবাদ সম্মেলনে টস জেতার জন্য দোয়া চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টস ভাগ্য সাকিবের পক্ষে যায়নি। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাটিং বেছে নিতে দুবার ভাবেননি প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশ একাদশে নেই তাওহিদ হৃদয়। তার জায়গায় চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব। চোটের কারণে আজ প্রোটিয়াদের একাদশে নেই লুঙ্গি এনগিদি। তাঁর জায়গায় একাদশে ঢুকেছেন লিজার্ড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনরিখস, রাসি ভ্যান ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, গেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর