[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

মারা গেছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ২০:২৪

ছবি: সংগৃহীত- ভারতীয় কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী। ৭৭ বছর বয়সে মারা গেছেন তিনি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হয় তাকে।

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও টেস্ট ক্রিকেটে মোট ৬৭ ম্যাচ খেলেছেন তিনি। ৬৭ টেস্টে নিয়েছেন মোট ২৬৬ উইকেট যেখানে তার বোলিং গড় ২৮.৭১। স্পিন বোলিং দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে বিপ্লব সৃষ্টি করা প্রথম বোলার তিনি। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে সার্ভিস দিয়েছেন তিনি। এমনকি ১৯৭৬ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর