প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ২০:২১
আগের ম্যাচে ড্র করে লিগে পয়েন্ট টেবিলের কয়েক ধাপ নিচে নেমে গিয়েছিলো বার্সেলোনা। স্বাভাবিকভাবেই তাই ম্যাচটি জেতার জন্যেই মরিয়া হয়ে ছিল জাভি হার্নান্দেজের দল। আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে রাখলেও কাঙ্ক্ষিত গোলটাই পাচ্ছিল না বার্সা। অবশেষে বদলি খেলোয়াড় হিসেবে নিজের অভিষেকের এক মিনিটের মাথায় বাজিমাত করেন বার্সার ১৭ বছর বয়সী মার্ক গিইউ। তার গোলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এলো বার্সেলোনা। ২৫ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করতে থাকে বার্সেলোনা। তাতে বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি হয়। ডি-বক্সে একাধিকবার বল নিয়ে প্রবেশ করলেও ভাগ্য সহায় হয়নি। বেশ কয়েকটি শট ফিরে আসে গোলপোস্টে বাঁধা পেয়ে। এছাড়াও অ্যাথলেটিক গোলকিপার বেশ কিছু আক্রমণ প্রতিহত করে গোল হজম করা থেকে বাঁচায় দলকে।
দ্বিতীয়ার্ধ জুড়েও চলে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ। অবশেষে ৮০ মিনিটে ফেলিক্সের থ্রু বল নিয়ন্ত্রণে রেখে বার্সেলোনা ফরোয়ার্ড গিইউ ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে গোলকিপারকে ভেদ করে জাল খুঁজে নেন। তাতেই নিশ্চিত হয় ১-০ গোলের জয়।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: