প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ১৪:০৯
এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে শুধু স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের সবকটি জিতে দুদলই যেন উড়ছে। এবার দুই অজেয় দলের যে কোনো একটির স্বপ্নযাত্রায় ছেদ পড়বে। ধর্মশালায় আজ রবিবার বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। পরাজয়ের প্রথম তেতো স্বাদ পাবে কে?
অতীত রেকর্ড আজকের ম্যাচে মাঠে নামার আগে ভারতকে উজ্জীবিত করবে। এখন পর্যন্ত দুই দল ১১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৫৮ ম্যাচে, নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৫০।
সর্বশেষ পাঁচ লড়াইয়ের চিত্র নিউজিল্যান্ডের জন্য বেশ নাজুক। পাঁচ ম্যাচের তিনটিতে জয় ভারতের। অন্য দুই ম্যাচে রেজাল্ট হয়নি।
তবে শুধু যদি বিশ্বকাপের কথা বলা হয় তাহলে আবার ভিন্ন চিত্র দেখা যায়। আইসিসির এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিজেদের আর খুঁজে পায় না। ৯ ম্যাচের তিনটিতে জয় তাদের। আর বিশ্বকাপে সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় ভারতের। তবে ভারত স্বাগতিক হওয়ায় এবার চিত্র বদলাতে পারে। সূত্র: বিডি প্রতিদিন
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: