[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

রিয়াল অধিনায়কের শাস্তি কমানোয় অবাক বার্সা কোচ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৩, ২০:২৮

ফাইল ছবি

জিরোনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফার্নান্দেজ। যে কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে রিয়ালের আপিলের কারণে সেই শাস্তি কমিয়ে আনা হচ্ছে নাচোর। ফলে ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মাঠে নামতে পারবেন তিনি।

রিয়ালের আপিলের কারণে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ তার এক ম্যাচ শাস্তি কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। আর আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। আজকের ম্যাচ দিয়েই শাস্তি শেষ হয়ে যাচ্ছে রিয়াল অধিনায়কের।

আর এ পুরো বিষয়টা নিয়ে বেশ অবাক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে বলেন, ‘আমি পুরোপুরি অবাক। গত মৌসুমে রবার্ট লেওয়ানডস্কি তার নিজের নাক ধরার অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলো। আমরা আপিল করার পরও সেই শাস্তি কমানো হয়নি। আর এখন নাচোর শাস্তি কমিয়ে আনা হলো।’

অলিম্পিক স্টেডিয়ামে এল ক্ল্যাসিকোয় স্বাগতিক হওয়ার আগে দুটি ম্যাচ খেলবে বার্সা। রোববার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং বুধবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেতস্কের বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর