[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বিচ্ছেদের ঘোষণা দিলেন শিল্পা শেঠির স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ অক্টোবার ২০২৩, ২২:০৪

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের। এই তারকা দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়।

তবে কি ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে।

২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল রাজের। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি।

সম্প্রতি নিজের টুইটারে রাজ লিখেছেন, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এই বার্তার পর শুরু হয়েছে জোর চর্চা। তবে এই বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি রাজ। এমনকি নিশ্চুপ রয়েছেন শিল্পাও।

এদিকে রাজের এই বার্তাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। নেটিজেনদের একাংশের দাবি, রাজের আসন্ন সিনেমা প্রচারের ফিকির হিসেবেই নেটমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি।

জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাজ অভিনীত সিনেমা ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দু’মাস কাটাতে হয়েছিল রাজকে। ধারণা করা হচ্ছে, রাজের সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি৬৯’ সিনেমায় তুলে ধরা হয়েছে।

সূত্র : আনন্দবাজার

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর