[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

তামিমকে মিস করছেন হাথুরু!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৩, ১৩:১৫

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়কার হটকেক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ্ব। সেই দন্দ্বের ইস্যুতে এক প্রকারে ধামাচাপাই পড়ে গিয়েছিল তামিমের সঙ্গে হেড কোচ হাথুরুসিংহের বিরোধের বিষয়টি। বিশ্বকাপের মাঝপথে আবার সেই ইস্যুটি উঠে এসেছে হুট করেই।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেই মিশনের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফের উঠে এল তামিমের ইস্যু।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওপেনিং জুটি থেকে আসেনি চোখে পড়ার মতো পারফরম্যান্স। আনফিট তামিমের অবর্তমানে তার জায়গা নেওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। সে কারণেই হাথুরুর কাছে প্রশ্ন যায় তামিমকে মিস করছেন কিনা।

হাথুরু বলেন, ‘তামিম এখানে নেই, তাই তাকে মিস করছি কি না বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো কিন্তু এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’

তিনি আরও বলেন, ‘টাইগাররা সেরা ক্রিকেট খেললে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। উইকেট আর প্রতিপক্ষের কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর