[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

সাকিবদের সঙ্গে ডেটে যেতে চান পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৩, ১২:২২

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দারুণ ফর্মে আছে স্বাগতিক ভারত। টানা তিন ম্যাচে খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

ফলে বিশ্বকাপ মিশনে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে তাদের। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ উড়তে থাকা ভারত।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে। এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে চাঞ্চল্যকর এক ঘোষণা দিয়ে বসলেন সেহার শিনওয়ারি নামের এক পাকিস্তানি অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক টুইট বার্তায় সেহার শিনওয়ারি জানিয়েছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

গত ১৪ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে একপেশে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। এতে ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা; যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও বাবরদের ‘ভীতু’ বলছেন।

এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। পাকিস্তানের হারের শোক সহ্য করতে না পারলেও বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেহার, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

যদিও অভিনেত্রীর এমন টুইটকে খোদ পাকিস্তানের অনেক সমর্থকই তেমন গুরুত্ব দেননি। তারা সেহারকে আগের টুইটগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তুমি তো আগেরবার বলেছিলে টুইটার ছেড়ে দেবে। মিথ্যুক।’ অন্য একজন বলেছেন, ‘আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর কর।’ আরেকজন তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তোমার নাম বদলাবে কবে?’

গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট করেছিলেন, ‘আমি বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর দাখিল করব। কারণ তারা ক্রিকেট না খেলে জাতির আবেগ নিয়ে খেলে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর