[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

কয়েক ঘণ্টা ঢাকায় আছেন রোনালদিনহো!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২১:২৬

ফাইল ছবি

চলছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা। তবে এর মধ্যেই ঢাকায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। কয়েক ঘন্টার জন্য ঢাকায় সফর করবেন তিনি।

বুধবার বিকেল ৪ টা নাগাদ ঢাকায় পৌঁছেছেন রোনালদিনহো। এরপর বিমানন্দর থেকে হোটেল রেডিসনে গেছেন তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। এরপর রেডিসনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কিছু সময় কাটাবেন তিনি। সবশেষে, বৃহস্পতিবার ভোরে ঢাকা ছাড়বেন তিনি।

এছাড়াও, বলরুমে করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এক সময়ের এই বিশ্বসেরা ফুটবলার। প্রধানমন্ত্রীর সঙ্গে জার্সি বিনিময়ও করবেন তিনি।


এর আগে, চলতি বছর বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর