[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

আঘাত করবে, আঘাত করাটাই উচিত!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২১:২১

ফাইল ছবি

বিশ্বকাপে এবারের আসরে এক উড়ন্ত শুরু এনেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের দিনে দলটি করেছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান। পরের ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া।

তবে হঠাতই যেন থমকে গেল তারা। উড়তে উড়তে যেন সোজা আঁচড়ে পড়লো মাটিতে। বলার আর বাকি থাকেনা বড় এক অঘটনের শিকার, আরেকবার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে অঘটন ঘটিয়েছিল ডাচরা। এবার ওয়ানডে বিশ্বকাপে সেটির পুনরাবৃত্তি ঘটাল তারা।

এমন হারে দলের সঙ্গে বড় ধাক্কা খেয়েছে তাদের অধিনায়ক টেম্বা বাভুমা। গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার কথাতেই পরিষ্কার এই অভিব্যক্তি। এই তিক্ত হার ভুলতে চান না তিনি।

বাভুমা বলেন, আবেগকে প্রবেশ করতে দিতে হবে। যা ঘটেছে, তা ভুলে যাওয়ার চেষ্টা করার কোনো মানে নেই। এটি আমাদের আঘাত করবে, আঘাত করাটাই উচিত। তবে আত্মবিশ্বাস এখনই হারাচ্ছেন না বাভুমা। শীঘ্রই ফিরতে চান জয়ের ধারায়।

তিনি আরও বলেন, আঘাত পেলেই আপনি আগামীকাল ফিরে আসবেন, জেগে উঠবেন। আমরা জয়ের ধারায় ফিরে আসব। আমাদের স্বপ্ন শেষ হয়নি। তবে আজকের এই আবেগ অনুভব করতে হবে এবং আগামীকাল ফিরে আসতে হবে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর