[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ক্ষমা চাইলেন লিটন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৩, ১৩:৫৫

ফাইল ছবি

সংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস।

সোমবার (১৬ অক্টোবর) সকালে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন এ ক্রিকেটার।

স্ট্যাটাসে লেখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও লেখেন, মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছিল: হোটেলে রোববার দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করেন তাসকিন। এর পরই আরেক সতীর্থ লিটন দাস হাজির পুরোপুরি অন্য চেহারায়।

উপস্থিত সাংবাদিকদের দেখেই যেন মেজাজ হারান এই ওপেনার। চলতি বছর পাঁচবার শূন্য রানে আউট হওয়া লিটন সাংবাদিকদের দেখে ছুটে যান হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সে সময় লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

লিটনের সেই অভিযোগের পরই কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে সাংবাদিকদের চলে যেতে বলেন। তাদেরই একজন বলেন, আপনাদের একজন ক্রিকেটার অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হয়েছে। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর