[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

পিচ ভালো থাকায় বিশ্বাস ছিল পারবো

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৩, ২১:৩৭

ছবি: সংগৃহীত

ম্যাচ থেকে পাকিস্তানের ছিটকে যাওযার প্রায় সব আয়োজনই শেষ হয়েছিল। বোলারদের নাস্তানাবুদ করে স্কোরবোর্ডে শ্রীলঙ্কা ৩৪৪ রানের বিশাল রান দাঁড় করিয়েছিল। বিশ্বকাপ ক্রিকেটে এর আগে এত রান টপকে জয় পাওয়ার কোনো রেকর্ডই নেই। ফলে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সম্ভাবনা উবে গিয়েছিল।

তারপরও অনেক পাকিস্তানী সমর্থক আশায় বুক বেঁধেছিলেন। র্যাংকিংয়ের সেরা ব্যাটার দলে আছেন। মোহাম্মদ রিজওয়ান আছেন। সব মিলিয়ে একটু স্বপ্ন দেখছিল পাকিস্তানী সমর্থকরা। কিন্তু পাকিস্তানের ইনিংস শুরু হতে না হতেই আশাবাদী পাকিস্তানী সমর্থকদের মুখ লুকানোর অবস্থা তৈরি হয়। প্রথমে ইমাম উল হক (১২) বিদায় নেন। তারপরেই বাবর আজম (১০)। ৩৭ রানে দুই উইকেট হারানোর পর সব সম্ভাবনা শেষ হয়ে হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আশা ছাড়েননি মোহাম্মদ রিজওয়ান। পিচের কণ্ডিশন তাকে আশাবাদী হতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত অসাধারণ এক ইনিংস খেলে দলকে মূল্যবান জয় এনে দেন। সে সঙ্গে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচে শেষে রিজওয়ান বলেন, ড্রেসিং রুমে আমাদের সবার আত্মবিশ্বাস ছিল। আমাদের বিশ্বাস ছিল এই রান টপকানো সম্ভব। পিচ ভালো ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হিসাব করেই সামনে এগুবো।আমাদের পরিকল্পনা ঠিকমতো কাজ করেছে।'

রিজওয়ান আরো বলেন, এমন একটা ইনিংস খেলা সব সময়ের জন্য গর্বের ব্যাপার। তবে বিশাল রান তাড়া করাটাও কঠিন। এটা সত্যিই স্পেশাল ব্যাপার। ইনজুরির কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে জয়ের পর সব কিছু ঠিক হয়ে গেছে (হাসতে হাসতে)।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর