[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

‘সাকিবকে ছাড়িয়ে যাবে মিরাজ’

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২১:৪৬

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জেনুইন অলরাউন্ডার খুব একটা দেখা মেলে না। সেই অভাবের ক্ষতে একাই যেন প্রলেপ দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে সাকিবের সঙ্গী হিসেবে আবির্ভূত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাই তো কেউ কেউ একধাপ এগিয়ে বলছেন, সাকিবকে টেক্কা দেওয়ার সব ধরনের সামর্থ্য আছে মিরাজের!

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী।

এই ম্যাচে রান তাড়ায় তিনে ব্যাট করতে নেমে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ৩ উইকেট নেন মিরাজ। যার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নেন এই অফস্পিন অলরাউন্ডার। মূলত, বছর খানেক ধরেই দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করছেন তিনি। সবচেয়ে বড় ব্যাপার-ব্যাটিং অর্ডার অস্থায়ী হওয়ার পরও সফলতা পাচ্ছেন মিরাজ।

এই তরুণ অলরাউন্ডারের পারফরম্যান্সে মজেছেন টাইগার দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের বাবা। মিরাজের প্রশংসায় করতে গিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে সাকিবে ছাড়িয়ে যাবে মিরাজ। তিনি বলেন, ‘মিরাজ তো আমাদের অধিনায়ক। মিরাজই আমাদের ভবিষ্যতের অধিনায়ক। মিরাজ সাকিবকেও ছাড়িয়ে যাবে, আমার বিশ্বাস। ক্যাপ্টেন হিসেবে চিন্তা ছাড়াই সে প্রথম চয়েস।’

তামিম ইকবাল না থাকায় তাকে মিস করেছেন কি না এমন প্রশ্নে মুশফিকের বাবা বলেন, ‘অবশ্যই মিস করছি। ওর ইনজুরি না হলে আমরা আরও ভালোভাবে এগোতে পারতাম। দল আরও বুস্টআপ হতো।’

তামিমের বদলে ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম। তাকে নিয়ে মুশফিকের বাবা বলেন, ‘জুনিয়র ছেলে তো প্রথম দিন একটু খারাপ হবেই। আন্তর্জাতিক খেলা আর লোকাল খেলা তো এক জিনিস না। আন্তর্জাতিক ম্যাচ অনেক কঠিন। এই জায়গায় প্রথম প্রথম ওদের একটু সমস্যা হতে পারে।’

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর