[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি যাদের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ১২:২০

এইডেন মার্করাম

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনি এই রেকর্ড গড়েন। এই দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৪৯ বলে পৌঁছে গেছেন সেঞ্চুরির মাইলফলকে।

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করা হয়নি মার্করামের। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি। এর আগে, বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ও'ব্রায়েনের চেয়ে এক বল বেশি খেলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ বলে ১০২ রান করেন এই অজি ব্যাটার। একই বিশ্বকাপে, একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচেই দ্রুততম দেড়শ রানের (৬৪) রেকর্ড গড়েন তিনি। অপরাজিত থাকেন ৬৬ বলে ১৬২ রানে।

২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান। ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। যা এখনো ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সূত্র: বিডি প্রতিদিন

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর