[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সুখবর পেলেন সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ১৮:৪৪

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে বল হাতে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত একটা দিন কাটছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানেরও।

আফগানদের ১০ উইকেটের তিনটিই নিজের পকেটে পুরেছেন বাঁহাতি এই স্পিনার। তাই ধারাভাষ্যকক্ষে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন তো বলেই দিলেন, নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা সাকিবকে মাঠে রোমাঞ্চিত দেখাচ্ছে।

এদিকে, মাঠের বাইরেও একটা সুখবর আছে সাকিবের জন্য। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতো এবারও চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অধিনায়ক। প্লেয়ার্স ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে তারা। আগের আসরেও সাকিব এ দলের আইকন ক্রিকেটার ছিলেন। পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের রিটেইন খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মোস্তফা। আবুধাবি লিগের এবারের মৌসুমে ৬টি দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

এদিকে, সাকিবদের ঘূর্ণিতে এলোমেলো আফগানিস্তান মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে। যদিও ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছিল দলটি। পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে প্রথম ওভারে কোনো সুবিধা করতে না পারলেও পরের ওভারে এসে ঠিকই পাল্টা জবাব দিয়েছেন তিনি।

দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। নবম ওভারে সাকিবের বলে তরুণ তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচে দিয়ে বসেন ইবরাহিম জাদরান। সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর আফগান শিবিরে আবারও আঘাত হানেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব। ১৬তম ওভারের প্রথম বলে রহমত কাভারে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন। রহমত ২৫ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর দ্রুত নাজিবুল্লাহ জাদরানকেও ফেরায় বাংলাদেশ। তাকে ছাঁটাই করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। তার বলে ফ্লিক করতে গিয়ে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান নজিবুল্লাহ (৫)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর