[email protected] শনিবার, ২রা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

রিয়াদকে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন আকরাম

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৯:৫৬

ফাইল ছবি

বিশ্বকাপ খেলতে এখন ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পূর্ব পর্যন্ত যে কয়েকজন টাইগার ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের নামে দল থেকে বাদ পড়েন তিনি। ফিটনেস ইস্যু এবং ছন্দে না থাকায় লম্বা সময় দলের বাইরে চলে যান অভিজ্ঞ এই ক্রিকেটার।

এরপর দ্বিপাক্ষিক কয়েকটি সিরিজের পর এশিয়া কাপের দলেও সুযোগ পাননি রিয়াদ। কিন্তু সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুযোগ পান তিনি। সেখানে মাঝারি মানের পারফরম্যান্স করে বিশ্বকাপ দলেও ডাক পান সাইলেন্ট কিলার। বিশ্বকাপ দলে রিয়াদ সুযোগ পেলেও তাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। অভিজ্ঞ এই ক্রিকেটার বিশ্বকাপের মূল একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা।

অনেকেই মনে করছেন, বিশ্বকাপে ভারতের পেস সহায়ক উইকেটে রিয়াদকে খেলানো হতে পারে। তবে স্পিন সহায়ক উইকেটে তার একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। স্পিনবান্ধব পিচে রিয়াদের পরিবর্তে একাদশে নেয়া যেতে পারে বাড়তি স্পিনার।

মাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি মনে করেন, রিয়াদকে বিশ্বকাপ দলে রাখা বিসিবির যৌক্তিক সিদ্ধান্ত। বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতার বিকল্প নেই বলেও মনে করেন আকরাম।

বিসিবির এই পরিচালক বলেন, রিয়াদকে নিয়ে অনেক দোদুল্যমান ছিল। আমি সবসময়ই বলেছি বিশ্বকাপ দলে অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন আছে। রিয়াদ ফিট থাকলে নেওয়া উচিত। কারণ, এ ধরনের টুর্নামেন্টে অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রয়োজন হয়। রিয়াদকে দলে রাখা বিসিবির ভালো সিদ্ধান্ত। বর্তমান দলের মধ্যে অনেক সম্ভাবনা দেখছি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর