[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ টাইগার শিবিরে

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৯:৫২

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠেছে ৫ অক্টোবর। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে দেড় মাসের বৈশ্বিক এই মহাযজ্ঞ। টুর্নামেন্ট শুরুর দুই দিন পর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।

নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করার আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে ধরে রাখা র‍্যাঙ্কিংয়ের সাত নম্বর পজিশনটা বাংলাদেশ খুইয়েছে শ্রীলঙ্কার কাছে।

বর্তমানে সাতে উঠে আসা শ্রীলঙ্কার আর আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান। তবে পয়েন্টের ব্যবধানটা দুই দলের চোখে পড়ার মতো।

এশিয়া কাপের রানার আপদের বর্তমান পয়েন্ট ৩ হাজার ৫১২। অপরদিকে বাংলাদেশের পয়েন্ট ৩ হাজার ২০৯।

এদিকে র‍্যাঙ্কিংয়ে আর কোনো দলের অবস্থান পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর