[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৩, ২১:২৫

ছবি: সংগৃহীত

গৌহাটিতে আজ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরুর সময় আকাশ পরিস্কার ছিল। বৃষ্টির আগমন ঘটে বাংলাদেশ ইনিংসের ৩০ ওভারের পর। সেই যে শুরু, এখনো আসামের আকাশের কান্না থামেনি।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়। তার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেটে ১৫৩ রান।

৭৩ বলে ৬০ রান করে ক্রিজে আছেম মেহেদী হাসান মিরাজ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়েও ব্যাট হাতে ৬৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয় (৫*)।


টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা লিটন ফিরেছেন ৫ রান করে। ২ রানে সাজঘরের পথ ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনিংস বড় করতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহও (১৮)। অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হলেও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আজও খেলেছেন এক আশাজাগানিয়া ইনিংস। অল্পের জন্য ফিফটি মিস করা তানজিদের ব্যাট থেকে এসেছে ৭ চার ও এক ছক্কায় ৪৪ বলে ৪৫ রান।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর