[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ২১:৪৭

ছবি: সংগৃহীত

আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় ‘বৃষ্টিতে ভেজা’ এক এশিয়া কাপ দেখেছে ক্রিকেটপ্রেমীরা। এবার ভারতে বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগেও হানা দিয়েছে বৃষ্টি। গত দুই দিনে পাঁচটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের তিনটাই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগামীকাল সোমবার (২ অক্টোবর) আসামে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ভেসে যেতে পারে বৃষ্টিতে!

আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামীকাল আসামের বারসাপারা স্টেডিয়াম এবং পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ২৫-৩৩ ডিগ্রি। ম্যাচের সময় আকাশ মেঘলা থাকতে পারে।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তানজিদ তামিম-লিটন দাসদের শ্রীলঙ্কার দেয়া ২৬৪ রানের লক্ষ্যকে নস্যি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মূল আসর শুরুর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয়ার সুযোগ আছে সাকিব আল হাসানের দলের সামনে। এখন বেরসিক বৃষ্টি সেখানে বাদ না সাধলেই হয়।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে অবশ্য ক্ষতিটা ইংলিশদেরই বেশি হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) একই মাঠে স্বাগতিক ভারতের বিপক্ষে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটিও পণ্ড হয়েছে বৃষ্টিতে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্দা উঠবে ১৩তম ক্রিকেট বিশ্বকাপের। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর