প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ১৪:৫৭
সাকিব-তামিম ইস্যুতে গত কিছুদিন ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেট। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ইস্যুতে গতকাল ফেসবুকে এক ভিডিও বার্তা দেন তামিম। জানান ইনটেনশনালি তাকে দল থেকে বের করার পরিকল্পনা করা হয়েছিল।
রাতে এক সাক্ষাৎকারে যার জবাব দেন অধিনায়ক সাকিব। প্রশ্ন তুলেন তামিমের টিমম্যানশিপ নিয়ে। সেই ঘটনার পর আজ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম।
এদিকে বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া ওই সাক্ষাৎকারে তামিমের ভাই বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবালের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের এমন মন্তব্য মেনে নিতে না পেরে রাতেই ফেসবুকে দীর্ঘ পোস্ট লিখে সাকিবের মন্তব্যের জবাব দেন নাফিস।
ওই ঘটনার পর এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন তামিমও। সবশেষ খেলা নিজের একটি ছবি দিয়ে তার ক্যাপশনে বাংলাদেশের পতাকা ব্যাট-বল ও সূর্যের একটি ইমোজি ব্যবহার করে তামিম লিখেছেন, ‘আপনার মুখ সবসময় সূর্যের আলোর দিকে রাখুন, যাতে ছায়া আপনার পিছনে পড়ে।’
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: