[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শীর্ষস্থান হারাতে পারে বার্সা!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৩, ১৩:১৭

বার্সেলোনার হয়ে প্রথম গোল পেয়েছেন ফেরমিন লোপেজ।

ম্যাচে দুই-দুইবার পিছিয়ে পড়ল বার্সেলোনা। তৈরি হলো পয়েন্ট হারানোর শঙ্কা। মায়োর্কার বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত অবশ্য ড্র করতে পারল জাভি হার্নান্দেজের শিষ্যরা। তাতে মৌসুমে দলটির অপরাজেয় যাত্রা থাকল অব্যাহত।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-২ ড্র করে বার্সেলোনা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভুলে শুরুতেই এগিয়ে যায় মায়োর্কা। আন্তোনিও সানচেজের পাস থেকে গোল করেন ভেদাত মিউরিকি।

রাফিনিয়া প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনাকে সমতা এনে দেন। কিন্তু যোগ করা সময়ে ফের গোল আদায় করে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়োর্কা। এবার দলটির গোলদাতা আবদন প্রাটস।

দ্বিতীয়ার্ধে বদলি নামা ফেরমিন লোপেজের গোলে ম্যাচ থেকে পয়েন্ট আদায় করে বার্সেলোনা। ২০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম গোল পেলেন।

লা লিগার চলতি আসরে ৭ ম্যাচ খেলে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনা ১৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। আজ রিয়াল বা জিরোনা নিজেদের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান হারাবে বার্সা। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর