[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিশ্বকাপে আগে যা হয়নি, এবার সেটাই করতে চাই: শান্ত

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১৮:৩৪

সংগৃহীত ছবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই মধুর স্বাদ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় টাইগাররা। কিন্তু সেখানে গিয়ে হয় ভরাডুবি। সুপার টুয়েলভে কোনো জয় পায়নি। বাছাইপর্বে হারতে হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষেও। দুয়ারে যখন আরেকটি বিশ্বকাপ, তখন বাংলাদেশ সফরে আবার এসেছে কিউইরা। শঙ্কা জেগেছ, ভারতে সেই পুরনোর ভূত জেকে বসে কিনা সাকিব আল হাসানদের।

শঙ্কার যথেষ্ঠ কারণও আছে। ঘরের মাঠের সেই দুই সিরিজে স্পিন উইকেটের সহায়তা নিয়েছিল বাংলাদেশ। যেখানে দুর্বল এই দুই দেশ। নিউজিল্যান্ড সেটা ভালোভাবেই সামলেছিল, কিন্তু অস্ট্রেলিয়া পারেনি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এই দুই দেশই ফাইনাল খেলেছিল। এবার ঘরের মাঠের ওয়ানডে সিরিজেও এমন উইকেটেই খেলছে। তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলেন যখন নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলেন, তখন ঘুরে ফিরে এসেছে সেই প্রসঙ্গ। শান্ত সেটা সামলালেন দক্ষ ব্যাটসম্যানের মতোই। জবাবটাও বাস্তবসম্মতই। তার মতে, বিশ্বকাপে ভালো-মন্দ দুই ধরনের উইকেটই থাকতে পারে। তাই এখান থেকেই প্রস্তুতিটা নিচ্ছে বাংলাদেশ।

উইকেট নিয়ে শান্ত বলেছেন, ‘আর উইকেট বলব যে, আসলে উইকেট নিয়ে বিশ্বকাপে ভালো উইকেটও হতে পারে আবার খারাপ উইকেট হতে পারে। আমরা জানি না আসলে। তবে আমরা পরিস্থিতি চিন্তা করে দেখতে পারি, উইকেট হয়তো ভালোই হবে। তাই আমাদের দুই ধরনের প্রস্তুতিই থাকা দরকার। ভারতে কিছু কিছু উইকেট আছে যেখানে ওই রকম বড় স্কোরও হয় না। কালকে যে রকম উইকেট থাকবে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলার চেষ্টা করব। আমি মনে করি যে, ওই উইকেট অনুযায়ী যদি ম্যাচটা শেষ করতে পারি, তাহলে আমরা ওইভাবে প্রস্তুত হতে পারব।’

তার আগে শান্তর লক্ষ্য সিরিজের শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করা। এ নিয়ে তিনি বলেছেন, ‘প্রস্তুতি অনুযায়ী আমরা এই জায়গায় অনেকদিন ধরেই কাজ করছি। এশিয়া কাপে ম্যাচ খেললাম, তার আগে সিরিজ খেলছি। আমাদের আরেকটা সুযোগ যে এই ম্যাচটা আমরা কত ভালোভাবে শেষ করতে পারি।’

বিশ্বকাপের জন্য শেষ ম্যাচে জয় কতটা গুরুত্বপূর্ণ, এমনটা জানতে চাইলে শান্ত বলেন, ‘যে কোনো সময় জয় খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দেশের হয়ে খেলা অনেক গর্বের। দেশের হয়ে যখন আমরা ম্যাচ জিতব, এটা আমার দেশের জন্যই ভালো হবে। হ্যাঁ সামনে বিশ্বকাপ আছে, কিন্তু এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে তো দলের মধ্যে অবশ্যই ভালো লাগা কাজ করবে। আবার যদি খারাপ রেজাল্ট হয়, এটা যে বিশ্বকাপে খুব বেশি প্রভাব ফেলবে এটা আমার কাছে মনে হয় না। প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্যই খেলি এবং যেই দলের বিপক্ষে খেলি, যেই পরিস্থিতিতে খেলি না কেন! আমাদের লক্ষ্য থাকে ম্যাচ জেতা।’

ওয়ানডে সুপার লিগে তৃতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। তখন অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তিনি সেমিফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছেন। তবে ভারতে ক্রিকেটের মহাযজ্ঞে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। স্বপ্নটা কি আগের মতোই আছে নাকি বদলেছে।

শান্ত জানালেন লক্ষ্যে স্থির আছেন তারা, ‘না আমরা এখনও সেই স্বপ্নই দেখছি। আমরা যখন সুপার লিগে কোয়ালিফায়ারের পয়েন্টটা শুরু করেছিলাম, তখন থেকেই লক্ষ্য ছিল যেন টপ ফোরের মধ্যে শেষ করি। আমরা টপ থ্রিতে শেষ করেছিলাম। তারপর থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে বিশ্বকাপে ভালো রেজাল্ট করব। যেটা কখনও করি নি, আমরা বিশ্বাস করি, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। স্টিল আমাদের ওই স্বপ্নটাই আছে।’ সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর